জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে ৬০ লাখ টাকার বালুসহ ১ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি এর অধীনস্থ লালাখাল বিওপির একটি বিশেষ টহল দল সেনাবাহিনী পুলিশের সমন্বয়ে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে উপজেলার পাখিবিল, কামরাঙ্গীরচর, উত্তর কামরাঙ্গীরচর এবং লালাখাল, পাখিবিল এলাকায় এই অভিযান চলে।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জৈন্তাপুর উপজেলার উপজেলার পাখিবিল, কামরাঙ্গীরচর এবং উত্তর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ১৫,০০০ ফুট বালি জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের সময় লালাখাল পাখিবিল নামক স্থান থেকে বালুভর্তি হাইড্রোলিক ড্রামট্রাকসহ ১ জনকে আটক করে। ট্রাকসহ আটককৃত বালুর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। আসামি ও আটককৃত মালামাল জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি। অভিযান পরিচালনাকালীন পরিবেশ অধিদপ্তরের দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply