সিলেটের বিয়ানীবাজারে চাঁদা না পেয়ে আওয়ামী লীগ নেতা কর্তৃক এক যুক্তরাজ্য প্রবাসীর বসতভিটা দখল ও তাঁর উপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মখলিছ মিয়া তার ভাই কামাল উদ্দিনের বিরুদ্ধে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিয়ানীবাজারের দেউলগ্রামে যুক্তরাজ্য প্রবাসী জাকিরে বাড়িতে এই হামলার শিকার হন।
হামলায় জাকির হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জাকির হোসেন বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামের মৃত মফুর আলীর ছেলে।
হামলার ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন রোববার (১৫ সেপ্টেম্বর) বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জাকির হোসেন বাংলাদেশী বংশোদ্বৃত বিট্রিশ নাগরিক। তিনি স্বপরিবারের যুক্তরাজ্যে বসবাস করেন। বাংলাদেশে এলে তিনি তার পৈত্রিক বাড়িতে আসা-যাওয়া করেন। বিগত দিনে ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মখলিছ ও তার ক্যাডার বাহিনী প্রবাসী জাকিরের বাড়িতে নিয়মিত মদ, জুয়া ও নারীদের নিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। আওয়ামী লীগ নোত মছলিস ও ক্যাডার বাহিনীর ভয়ে প্রবাসী জাকিরের বাড়িতে কোনোও কেয়ারটেকার রাখতে পারতেন না, রাখলেও তাদের ভয়ে পালিয়ে যেত। জাকির দেশে আসলে চাঁদা না দিলে তিনি তার বাড়িতে বসবাস করতে পারতেন না। মখলিছের ভয়ে প্রবাসী জাকির তার বাড়িতে না থেকে সিলেট শহরে বসবাস করেন। জাকির হোসেনের পৈত্রিক সম্পতি ১৫ শতক জায়গা দীর্ঘদিন থেকে জবরদখল করে রেখেছে আওয়ামী লীগ নেতা মখছিল ও তার সহযোগিরা। জাকির হোসেন জায়গা চাইতে গেলে তাকে হত্যার হুমকি দেয় তারা। তাছাড়া জাকিরের বাড়ির প্রবেশের রাস্তার মুখে সরকারী গোপাটের উপর আরসিসি ডালাই দিয়ে বাথরুম নির্মাণ করার কারণে গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারে না তিনি। মখলিছের ভয়ে এলাকায় তার বিরুদ্ধে কোনো সালিশ বসে না। কিছুদিন আগে মছলিছ প্রবাসী জাকির হোসেনকে হুমকি দিয়ে ৫ লাখ টাকা ধার নিতে চায় জাকির টাকা চাঁদা দাবি করে তা দিতে অপরাগতা প্রকাশ করলে সে তাকে দেখে নেওয়া হুমকি দেয়। চাঁদা না দেওয়ায় জাকিরের বাড়ির রাস্তার একটি অংশ আরসিসি ঢালাই দিয়ে দখল করে নেন মখলিছ ও তার সহযোগিতরা এবং তার একটি বাথরুম জোরপূর্বক ভেঙে ফেলে ও তার বাড়ির গেইট ভেঙে নিয়ে যায় তারা। বর্তমান কেয়ারটেকার স্থানীয় হওয়ায় তাদেরকে চলে যেতে বার বার হুমকি প্রদান করে। জাকিরের বাড়ির বিভিন্ন প্রজাতির ফসলাদি জোরপূর্বক নিয়ে যায়।
সর্বশেষ ১৪ সেপ্টেম্বর আবার গেইট পূন:নির্মানের জন্য সিলেট শহর হইতে পিকআপ ভ্যানে করে একটি গেইট বাড়িতে নিয়ে যান জাকির হোসেন। স্থানীয় কোনো কাজের লোক মখলিছের ভয়ে জাকিরের বাড়িতে কাজ করতে চায় না। সিলেট শহর হইতে কাজের লোকদেরকে নিয়ে গেইট বসাতে গেলে ২নং বিবাদী মখলিছের ভাই কামাল উদ্দিন পিছন দিক থেকে এসে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় প্রবাসী জাকির হোসেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে মখলিছ, নুর উদ্দিন সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে বেধড়ক মারপিট করে। স্থানীয় লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসা গ্রহন করে বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করেন জাকির হোসেন।
অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply