নিজস্ব প্রতিবেদক
সিলেটের সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি’র অভিযান জোরদারের পরও থামানো যাচ্ছে না চোরাকারবারিদের। একের পর এক ধরা পড়ছে চোরাচালান। বিজিবির অভিযানে শনিবারও ধরা পড়েছে প্রায় কোটি টাকার চোরাচালান।
সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। অভিযানে চোরাই পথে আসা ভারতীয় ১২৪ পিস শাড়ী, ৩৭৫ কেজি রিকুইটি মাল্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চটলেট, ৭ টি কম্বল, ২০ বোতল মদ, বাংলাদেশী রসুন ১৯৬০ কেজি, ১ টি ডিআই পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply