গোয়াইনঘাটে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ‘নাতি’ হুমায়ুন এখনো প্রকাশ্যে!

গোয়াইনঘাটে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ‘নাতি’ হুমায়ুন এখনো প্রকাশ্যে!

স্টাফ রিপোর্টার
সিলেটের গোয়াইনঘাটে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার দোসর ও তার সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ‘নাতি’ পরিচয়দানকারী হুমায়ুন আহমদের চাঁদাবাজীতে অতিষ্ঠ গোয়াইনঘাটবাসী। অভিযোগ আছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক পরিচয় দিয়ে প্রশাসনের কাছ থেকে সুবিধা আদায় করত। তার বিরুদ্ধে তৎকালীন সময়ে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানী, চোরাচালান, চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকাণ্ড, বালু, পাথর লুটপাটসহ বিস্তর অভিযোগ ছিল। তার ছিল ছিলো নিজস্ব ক্যাডার বাহিনী। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গোয়াইনঘাট থেকে পালিয়ে যায় হুমায়ুন উরফে এক টাকার হুমায়ুন। কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর ফের গোয়াইনঘাট ফিরে আসে কথিত সাংবাদিক নামধারী হুমায়ুন আহমদ। নিজেকে মাইটিভির গোয়াইনঘাট প্রতিনিধি পরিচয় দিয়ে শুরু করে ফের অস্ত্র চোরাচালান, মাদক, চাঁদাবাজী, বালু ও পাথর লুট। জাফলং এলাকায় প্রতিদিন পুলিশ, বিজিবি ও সাংবাদিকদের নাম ভাঙিয়ে ৫-১০ লাখ টাকার চাঁদা আদায় করছে হুমায়ুন ও তার বাহিনী। হুমায়ুনের বড় ছেলে সানোয়ার হোসেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। হুমায়ুন ও তার ছেলে বিরুদ্ধে বাংলাদেশকে অস্তিতিশীল ও বর্তমান অন্তবর্তকালীন সরকার বিপদে ফেলতে আওয়ামী লীগ শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে মাইটিভির প্রতিনিধি হুমায়ুনের বর্তমানেও যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার হোমনা থানার হুমায়ুন আহমদের পিতা আবদুল কাদির এক সময় পাথর শ্রমিকের কাজ করতে গোয়াইনঘাট আসে। হুমায়ুন আহমদ বর্তমানে গোয়াইনঘাটের জাফলংয়ের ছৈলাখেল ৮ম খন্ড এলাকায় বসবাস করছে। তাছাড়া ৫ আগস্ট হাসিনা পতনের একদফা চলাকালে সিলেট নগরীতে হুমায়ুন ও তার বাহিনী ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা চালায়। তবে ৫ আগস্টের পরও কীভাবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের এই দোসর এখনো আগের মত দাপট খাটিয়ে অস্ত্র চোরচালান, মাদক ব্যবসা, বালি-পাথর লুট করা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার এই কাজে সহযোগিতা করছেন প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও নামধারী কিছু সাংবাদিক, কিছু রাজনৈতিক দলের নেতা ।

কয়েক বছর আগে হুমায়ুন আহমদ ওরফে একটাকার হুমায়ুন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদকে সোনার নৌকা উপহার দিয়ে আলোচনায় আসেন। সেই সুযোগে রাষ্ট্রপতির বাসভবনে তারা অবাধ বিচরণ ছিল। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের অনেক মন্ত্রী, এমপির সাথে রয়েছে তার ছবি। সেইসব ছবি ব্যবহার করে ও রাষ্ট্রপতির নাতি পরিচয় দিয়ে গোয়াইনঘাটের মানুষকে জিম্মি করে রেখিছিল সে। প্রশাসনও তাকে সমীহ করে চলতো।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তার একটি ভিডিও ভাইরাল হয় সিলেটজুড়ে সেখানে সে দান্তিকতার সহিত বলতে শোন যায়, সে রাষ্ট্রপতির অতি কাছের লোক। সারা গোয়াইনঘাটের সাংবাদিক এক পাল্লায় আর সে এক পাল্লায়। তারপরও তার পাল্লা ভারী হবে। রাষ্ট্রপতির নামে সে একজন বুঙ্গার ব্যবসায়ীকে প্রতিদিন ১ লাখ টাকা চাঁদা দিতে বলে। তার বিরুদ্ধে করা ভিডিও দিয়ে সে করে মামলা বাণিজ্য নিরীহ মানুষদের উপর দেয় সাইবার মামলা। পরে বিবাদীদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে আদালত থেকে মামলা প্রত্যাহার করে নেয়।

এলাকাবাসী জানান, মাইটিভি’র নাম ভাঙিয়ে জাফলং বল্লাঘাট জুমপাড়, পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএভুক্ত) ফ্যাসিস্ট এলাকায় হুমায়ুন ও তার দুই সহযোগিরর নের্তৃত্বে চলছে পাথর লুটপাট। থানা পুলিশ, ইউএনও, এসপি, ডিআইজি, নাম ব্যবহার করে অন্যান্য পাথরের গর্ত থেকে প্রতিদিন ১৫ হাজার ও সাংবাদিকদের ম্যানেজ করার জন্য প্রতি সাপ্তাহে ৫ হাজার টাকা চাঁদা আদায় করছে। দেশের পটপরিবর্তন হওয়ার পরও দাপটের সঙ্গে মাই টিভির নাম ভাঙিয়ে প্রশাসনের সাথে দহরম মহরম সর্ম্পক তার। বারকী নৌকা শ্রমিকরা হুমায়ুন চাঁদা না দিলে প্রশাসন মাধ্যমে অভিযান পরিচালনা করায়। জুমপাড় এলাকায় মাই টিভির নাম ভাঙিয়ে পাঁচটি ফেলুডার ও এক্সভেটর দিয়ে পাথর উত্তোলন হয় সেখানে অভিযান হয় না। এমন অভিযোগ বারকী শ্রমিকদের।

এ ব্যাপারে অভিযুক্ত মাইটিভি’র পরিচয়দানকারী হুমায়ুন আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে হুমকির সুরে বলেন, ‘আমাকে চিনেন না, আমি কে’, আমার বিষয়ে খবর নিয়ে ফোন দিবেন।’ এরপর তিনি ফোন কেটে দেন। পরে একাধিক বার তাকে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদে মুঠোফোন কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff