একুশে সিলেট ডেস্ক
সিনিয়র সচিব পদমর্যাদায় সদ্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টিমে কাজ করতে পারা বড় সম্মান এবং সৌভাগ্যের বিষয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার প্রতি যে আস্থা-বিশ্বাস স্থাপন করেছেন সে জন্য কৃতজ্ঞতা জানিয়ে মুশফিক বলেন, আমি সর্বতোভাবে সেই আস্থা-বিশ্বাসের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শনের চেষ্টা করবো।
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় সুহৃদ-শুভানুধ্যায়ী মিলনমেলায় দেয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মুশফিকুল ফজল আনসারী। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সরকারের উপদেষ্টাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শ্রদ্ধেয় প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে আমি সবসময় অভিভাবক সুলভ ভয়েস পেয়েছি। ব্যক্তিগতভাবে তিনি আমাকে চেনেন এটা আমার পরম সৌভাগ্য। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রেজিম চেঞ্জ করেনি জানিয়ে মুশফিক বলেন, বাংলাদেশের মানুষ বুকের তাজারক্ত দিয়ে রেজিম চেঞ্জ করেছে। হাসিনা এবং তার প্রেতাত্মারা যেন আর না ফিরতে পারে সেজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা সম্পর্কে মুশফিক বলেন, আমি খুব সৌভাগ্যবান, আমি সবসময় বলেছি, যাকে নিয়ে সারাবিশ্বে গর্ব করে, যার পরিচয়ে আমরা পরিচিত হই, আমি তার ব্যক্তিগত স্নেহ এনজয় করি। মুশফিক বলেন, এটা গৌরবের বিষয় যে বিশ্ব বিখ্যাত ড. মুহাম্মদ ইউনূসের জন্ম এবং বেড়ে উঠা বাংলাদেশে। এ দেশের মানুষ তাকে পেয়েও যদি কাজে লাগাতে না পারে, তাহলে এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা।
Leave a Reply