সেপ্টেম্বরে রাশিয়ার ক্যানসারের টিকা

সেপ্টেম্বরে রাশিয়ার ক্যানসারের টিকা

একুশে সিলেট ডেস্ক
ক্যানসারের টিকা নিয়ে সুখবর দিচ্ছে রাশিয়া। দেশটির গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, তারা চলতি বছরের গ্রীষ্মে ক্যানসারের টিকার অনুমোদন পাবে। আগামী সেপ্টেম্বরে এই টিকা রোগীদের দেওয়া শুরু হতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নোভোস্তিকে এসব তথ্য জানিয়েছে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সান্দার গিন্টসবার্গ। তিনি আরও জানান, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকাটির অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে।

এর আগেও দ্রুততম সময়ে টিকা তৈরির রেকর্ড আছে রাশিয়ার। করোনাভাইরাসের মহামারিকালেও তারা স্পুটনিক ভি নামে একটি টিকা এনেছিল। অন্য কোনো দেশ এত দ্রুত তখন টিকা আনতে পারেনি। তবে এই টিকা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ সন্দেহ ছিল। কারণ, সেই সময় রাশিয়া টিকার অনেক তথ্যই প্রকাশ করেনি।

এবারের ক্যানসারের টিকা নিয়েও সে ধরনের সন্দেহ রয়ে যাচ্ছে। কারণ, এবার যে ক্যানসারের টিকা আনা হচ্ছে, সেটি সম্পর্কেও খুব বেশি তথ্য প্রকাশ করছে না প্রতিষ্ঠানটি। দ্য ইন্ডিয়ান এক্সেপ্রেসের খবরে বলা হয়েছে, এখনো এই টিকার তেমন তথ্য প্রকাশ করা হয়নি। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই টিকার গবেষকদের সম্পর্কে মাত্র এক প্যারা তথ্য দেওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়ান টুডের (আরটি) সঙ্গে এক মাস আগে এ নিয়ে কথা বলেছিলেন আলেক্সান্দার গিন্টসবার্গ। তখন তিনি জানিয়েছিলেন, যাঁরা ক্যানসারে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, তাঁদের এই টিকা দেওয়া যাবে। এই টিকা দেওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অস্বাভাবিক বৃদ্ধির কোষগুলো মেরে ফেলবে।

গবেষণা অনুযায়ী, রাশিয়ার টিকাটি প্রাথমিক পর্যায়ের ক্যানসার রোগীদের জন্য সবচেয়ে কার্যকর। তবে মধ্যম পর্যায়ের রোগীরাও এ টিকা থেকে উপকার পাবেন। চূড়ান্ত পর্যায়ের রোগীদের ক্ষেত্রে টিকার কার্যকারিতা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রায় ৪০ লাখ ক্যানসার রোগী রয়েছেন। প্রতিবছর নতুন করে প্রায় ৬ লাখ ২৫ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হন। গিন্টসবার্গ বলেন, শুধু এই টিকাই নয়, চলতি বছর রাশিয়ায় আরও কিছু নতুন ক্যানসার প্রতিরোধী ওষুধ ও টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে গবেষণায় এগিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff