সর্বশেষ :
‘যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি’ রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি করেন ২ নারী, পরিচয় ফাঁস করল বিবিসি অবসরে যাচ্ছেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান ‘আওয়ামী লিগ’ নামে নতুন দল নিবন্ধনের আবেদনকারী কে এই উজ্জল রায় ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা মোদি-ইউনূস বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া নেই দিল্লির রাজের প্রেমে সামান্থা লুঙ্গি পড়া তৃনমূল নেতা কর্মীদের আকাঙ্ক্ষার কথা শুনতে হবে : কামরুল ঢাকা আনা হচ্ছে তামিমকে রাজনৈতিক দলের মতামতের তালিকাই হবে ‘জুলাই সনদ’ : প্রধান উপদেষ্টা
ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে এসএমপি: পুলিশ কমিশনার

ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে এসএমপি: পুলিশ কমিশনার

একুশে সিলেট ডেস্ক
সিলেট মেট্রাপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেছেন, ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে এসএমপি। এ ক্ষেত্রে পেশাদার ও মূলধারার সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে যারা অপকর্ম করছে তারা দুর্বৃত্ত। এদেরকে চিহ্নিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট প্রেসক্লাব অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএমপি কমিশনার বলেন, সম্প্রতি সিলেট নগরীতে ছিনতাইকারীদের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে। তারা বিভিন্ন বেশে অপরাধ সংগঠিত করতে চাচ্ছে। তবে পুলিশও কৌশলী অবস্থান নিয়ে এদেরকে গ্রেফতারে তৎপর রয়েছে। ওলি আউলিয়ার শহর পূণ্যভূমিকে অপরাধমুক্ত রাখতে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এখানে কেউ অপরাধ করে পার পাবে না। শান্তির শহর সিলেটকে সম্পূর্ণরূপে অপরাধমুক্ত রাখতে পুলিশ কাজ করবে বলে জানান তিনি। এছাড়া কিশোর অপরাধীদের চিহ্নিত করে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইকরামুল কবির। সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, আবদুল কাদের তাপাদার, আতাউর রহমান আতা, হুমায়ূন রশিদ চৌধুরী ও এম এ হান্নান, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির ও মো. আব্দুর রাজ্জাক, সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সদস্য কামকামুর রাজ্জাক রুনু, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কামাল উদ্দিন আহমেদ, মো. মুহিবুর রহমান, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, নাজমুল কবীর পাভেল, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ ও আবু সাঈদ মো. নোমান, সদস্য এম এ মতিন, এ কে কাওছার, সহযোগী সদস্য সেলিম আউয়াল ও হুমায়ূন কবির লিটন প্রমুখ।

প্রথম দিনে দাবা খেলায় বিজয়ী ইকরামুল কবির ইকু, রার্নাস আপ নাজমুল কবির পাভেল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff