একুশে সিলেট ডেস্ক
মধ্যরাতে চট্টগ্রাম নগরীর জামালখান সড়ক ও খুলশীর জাকির হোসেন রোড প্রকম্পিত হলো ছাত্রলীগের আচমকা মিছিলে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর চট্টগ্রাম নগরীতে এই প্রথম দলটি বা তার অঙ্গসংগঠনের এই ধরনের মিছিল প্রকাশ্যে দেখা গেল।
শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটার দিকে চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের আগে এসে মিছিলটি আচমকা শেষ হয়ে যায়। ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলটিতে অংশ নেন। প্রায় একই সময়ে খুলশীর জাকির হোসেন রোড এলাকায়ও এমন মিছিলের খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, জামালখান সড়কে আয়োজিত মিছিলের অগ্রভাগে দুটি মোটরসাইকেলে দুই যুবক মিছিলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের মুখ ছিল মুখোশে ঢাকা।
মিছিল থেকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, ছাত্রলীগের ওই মিছিলে থাকা অনেকের হাতে অস্ত্র দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
এদিকে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ জানিয়েছেন, খুনি হাসিনার পুনর্বাসনের জন্য শহীদের রক্তরঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।
Leave a Reply