একুশে সিলেট ডেস্ক
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে সাড়ে নয় লাখ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ জানুয়ারি রাত নয়টার দিকে শহরতলীর বটেশ্বর জালালাবাদ সেনানিবাস মসজিদ গেইট এলাকায় চেকপোস্টে মিনি পিকআপ ও একটি প্রাইভেটকারকে আটক করা হয়। গাড়িতে থাকা ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। এসময় প্রাইভেটকার, ভারতীয় থ্রি-পিস, ভারতীয় শাড়ি ও. মিনি পিকআপ আটক করা হয়।
এ ঘটনার শাহপরাণ (রহ.) থানার এসআই মো. সানাউল ইসলাম বাদি মামলা দায়ের করা হয়।
Leave a Reply