সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. আব্দুল আহাদ এবং একই এলাকার খালিক মিয়ার ছেলে মো. ফাহিম।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট-জকিগঞ্জ সড়কের সিরাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আটক দুই জনের দেহ তল্লাশি করে এই মাদকের চালান জব্দ করা হয়।
এনামুল হক এনাম,জকিগঞ্জ
বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সিলেটের পরিদর্শক মোহাম্মদ আবু রেজা মেহেদী হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট-জকিগঞ্জ সড়কের সিরাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে আহাদ ও ফাহিমকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে জকিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, আটক দুইজনকে আমাদের থানায় হস্তান্তর করায় হয়েছে। মাদকদ্রব্য অধিদপ্তর বাদি হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
Leave a Reply