স্টাফ রিপোর্টার
সিলেটের ভারতীয় চিনিকাণ্ডে আটক হওয়া দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দল বিএনপি। তারা হলেন সিলেট নগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন সুমন।
সোমবার (১৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এই স্থায়ী বহিস্কারাদেশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা অমান্য করে চিনি চোরাচালানিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে লেট নগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন সুমনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, বোবাবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে ওসমানীনগর উপজেলাধীন সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে জনতার সহযোগিতায় ভারতীয় চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে ৬ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে এই দুই বিএনপি নেতা ছিলেন।
Leave a Reply