জৈন্তাপুরে মাদক ও দুই সহযোগীসহ ধরা পড়লেন নবীগঞ্জ পৌর যুবলীগ আহবায়ক

জৈন্তাপুরে মাদক ও দুই সহযোগীসহ ধরা পড়লেন নবীগঞ্জ পৌর যুবলীগ আহবায়ক

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুরে মাদকদ্রব্য ও দুই সহযোগীসহ পুলিশের হাতে ধরা পড়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ পৌর যুবলীগ আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।

সোমবার (২৫ নভেম্বর) রাতে সিলেট-তামাবিল সড়কে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জৈন্তাপুর থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করে।

গ্রেফতার হওয়া হাবিব নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের আখলিছ মিয়ার ছেলে ও নবীগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান। তার দুই সহযোগী হলেন উপজেলার চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) ও আলিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল হাসনাত (২১)।
এ তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান।

পুলিশ জানায়, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা রাতে জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ লুৎফুর রহমানসহ পুলিশ সদস্যরা সিলেট-তামাবিল সড়কে অভিযান চালায়।এ সময় জৈন্তাপুরের ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রঙের প্রাইভেটকারে (ঢাকা- মেট্রো- গ- ১৪-৬৯৯৮) থাকা হাবিবুর রহমান হাবিব, হাসনাত আহমেদ ও বজলু চৌধুরীর কাছ থেকে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার, এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।পরে পুলিশ মাদক ও প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ওসি জানান, হাবিবের বিরুদ্ধে তার এলাকায় চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। মাদকদ্রব্য ও প্রাইভেটকারসহ তিনি ও তার দুই সহযোগীকে গ্রেফতারের পর জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff