গোলাপগঞ্জে গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে আহত ও শহীদদের স্মরণে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগস্ট ৭ শহীদের পরিবার-পরিজন, উপজেলার বিভিন্ন রজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সকল শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন এ স্মরণসভায়।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ( প্রশাসন) মনিরুজ্জামান মোল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।

শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন, শহীদ নাজমুল ইসলামের ভাই সাইফুল ইসলাম, শহীদ মিনহাজের ভাই সঈদুল আলম, শহীদ হাফিজ কামরুল ইসলাম পাভেলের পিতা রফিক উদ্দিন। আহতদের পক্ষ থেকে বক্তব্য দেন, রেদওয়ান আহমদ হৃদয়, সাজু আহমদ, নাহিদুর রহমান, লিটন আহমদ।

উপজেলা মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিনের কোরআন তেলাওয়াতে শুরু হওয়া স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল আহমদ, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, উপজেলা জামায়াতের আমির আব্দুল আজিজ জামাল, নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুর খালিক, বিএনপি নেতা সালাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে গোলাপগঞ্জের ৭ জনসহ গণ অভ্যুত্থানের সকল শহীদদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff