স্টাফ রিপোর্টার
আদালতে তোলার সময় জনরোষের শিকার হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েক। পুলিশি প্রহরা থাকলেও সেটি উপেক্ষা ক্ষুব্ধ জনতা তার ওপর কয়েক দফা হামলা চালায়, তাকে লাথি ও কিল, ঘুষি মারেন।
তাকে বড় চোর, দালাল-দখলবাজ আখ্যা দিয়ে গালাগালও করেন তারা।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটের আদালত পাড়ায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইবায়দুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৩ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামি সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েককে আদালতে তোলা হয় আজ। এসব মামলার পাঁচটির তদন্ত কর্মকর্তা আমি। লায়েকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, সেটি তদন্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। লায়েককে গ্রেফতারের পর পর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। যে কারণে তাকে রিমান্ডে চাওয়া হয়নি। তাকে আদালতে তোলার জন্য নিয়ে এলে তিনি জনরোষে পড়েন। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় বিক্ষুব্ধরা তাকে পেছন থেকে অতর্কিতভাবে হেনস্তা করেন।
শনিবার রাজধানী থেকে লায়েককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে সড়ক পথে সিলেটে আনা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা ৭টার দিকে তাকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েকের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। সবগুলো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।
গত ৫ আগস্ট পট পরিবর্তন ও আওয়ামী লীগ সরকার পতনের পর সিসিকের আওয়ামীপন্থী কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। লায়েকও একই পথ ধরেছিলেন।
Leave a Reply