জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না-তাজপুর, রসুলপুর গ্রামের মসজিদ কমিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহতের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ৫৪ ধারায় ওই চার জনকে গ্রেফতার করে। পরে বুধবার তাদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মৃত আব্দুল বশরের ছেলে জামিল মিয়া (২২), একই গ্রামের আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আব্দুল মনাফের ছেলে আনসার মিয়া (৭০) ও আব্দুল আহাদের ছেলে শাহ আলম (১৯)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ বলেন, বাগময়না-তাজপুর, রসুলপুর গ্রামের মসজিদ কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সুজাত উল্লা (৮০) নিহত হওয়ায় ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে নিহত রসুলপুর গ্রামের সুজাত উল্লার (৮০) লাশ ময়নাতদন্ত শেষে বুধবার বিকেল রানীগঞ্জ টুলপ্লাজা জামে মসজিদের প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সুজাত উল্লাহকে বাগময়না-তাজপুর, রসুলপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য যে, মঙ্গলবার হযরত শাহজালাল জামে মসজিদ ও মরহুম হাজী মো. খুশি মিয়া হিফজ শাখার পরিচালনা কমিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে বাগময়না, তাজপুর গ্রামের মোল্লা আব্দুল আজিরের নেতৃত্বে আব্দুল কাছ, রশিদ উল্লা, মজিদ মিয়াসহ প্রায় ৩ শতাদিক লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে অপর পক্ষের একই গ্রামের সুজাত উল্লাহের লোকজনের উপর হামলা চালান। এসময় দুই পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সংর্ঘষ হয়।
Leave a Reply