একুশে সিলেট ডেস্ক
এলাকাজুড়ে মাংসের দুর্গন্ধ, কী খাওয়াচ্ছে সুলতান ডাইন? সংবাদ প্রকাশের পর দৈনিক শ্যামল সিলেট-এ সাইবার অ্যাটাক শুরু হয়েছে। ইতিমধ্যে পত্রিকার ফেসবুক পেইজে আপলোডকৃত ভাইরাল ভিডিও সাইবার অ্যাটাক করে রিমোভ করা হয়। বার বার আপলোডকৃত ভিডিও আপলোডের পর একটি চক্র সাইবার অ্যাটাক অব্যাহত রেখেছে। এবার শ্যামল সিলেট’র নামে আরেকটি পেইজ খুলে পাঠকদের বিভ্রান্ত করা হচ্ছে। বিষয়টি শ্যামল সিলেট কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো চক্রের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার মধ্য রাতে শ্যামল সিলেট’র নামে করা নতুন পেইজ থেকে সুলতান’স ডাইনের পক্ষে কমেন্ট করা হচ্ছে। মাত্র একটি লাইক ও ৩টি ফলোয়ার হওয়া নতুন এই পেইজ থেকে মুমতাহিনা জাহান, রাবা খান নামক আইডি থেকে ‘ফেইক নিউজ অলরেডি প্রোভড লিখে অপপ্রচার চালানো হচ্ছে এবং ওইসব ফেইক আইডির কমেন্টে শ্যামল সিলেট’র নামে করা নতুন পেইজ থেকে পাল্টা কমেন্টে লেখা হচ্ছে-‘তাদের সাথে আমার কথা হইছে ব্যাপারটা সত্য না আমরা আমাদের সব পোস্ট ডিলিট করে দিছি। ”
সমাজে যেকোনো ধরণের অন্যায়, অপরাধ, অবিচারের বিরুদ্ধে শ্যামল সিলেট সর্বদা আপোষহীন। যে কারণে শ্যামল সিলেট’র সচেতন পাঠকমহল ও শুভানুধ্যায়ীদের কোনো প্রকার বিভ্রান্ত না হতে অনুরোধ করা যাচ্ছে।
Leave a Reply