স্টাফ রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১ ফেব্রুয়ারি (রোববার) থেকে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পূর্ণমাত্রায় মোতায়েন করা হবে। একইদিকে সিলেটের ৩০২ কিলোমিটার সীমান্তজুড়ে নজড়দারিও বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার নগরীর টিলাগড়স্থ সিলেট সরকারি কলেজ মাঠে আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) মহড়া পূর্বক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বিজিবি’র সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সালাহ্উদ্দীন।
এসময় নির্বাচনী মহড়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতি কথা তুলে বিজিবি’র সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সালাহ্উদ্দীন।
তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে সিলেটের ৩০২ কিলোমিটার সীমান্তে নজড়দারি বাড়ানোসহ সব ধরনের সতর্কতা জারি করা হয়েছে।
কর্ণেল মোহাম্মদ সালাহ্উদ্দীন বলেন, বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে জনগনের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগে সহায়তা করবে। সরকার ও নির্বাচন কমিশনকে সবধরণের সহায়তা করবে। ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি মাঠে পূর্ণ মাত্রায় মোতায়েন থাকবে। সিলেট বিভাগে ৯০ টি প্লাটুনে ২১০০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্ব পাওয়া বিজিবি সদস্যদের রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ড্রোন ব্যবহার করে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষন করা হবে।
এই বিজিবি কর্মকর্তা বলেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোন হুমকী নেই। আশা করছি, নিরাপদেই নির্বাচন সম্পন্ন হবে।
Leave a Reply