মোদি পরিবারের বধূ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

মোদি পরিবারের বধূ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক

বলিউডে আবারও বিয়ের সানাই বাজতে চলেছে। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার নাকি বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন ‘আশিকি’ গার্ল শ্রদ্ধা কাপুর। বেশ কিছুদিন ধরেই তার বিয়ে নিয়ে জোর আলোচনা চলছিল। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই মোদি পরিবারের সদস্য হতে চলেছেন এ জনপ্রিয় অভিনেত্রী—এমনটাই বলছে ঘনিষ্ঠ মহলের সূত্র।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বলিপাড়ায় একেবারেই ওপেন সিক্রেট। কফিশপে আড্ডা, ডিনার ডেট কিংবা আম্বানিদের মতো শিল্পপতিদের হাই-প্রোফাইল পার্টিতে—প্রায় সর্বত্রই একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। ক্যামেরার সামনে নয়, বরং স্বাভাবিক মুহূর্তেই তাদের ঘনিষ্ঠতা ধরা পড়েছে বারবার।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খুব রিজার্ভড শ্রদ্ধা কাপুর। প্রেম কিংবা বিয়ে—কোনো বিষয়েই খুব একটা মুখ খোলেন না তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভক্তের প্রশ্নের জবাবে হঠাৎই তিনি লিখে ফেলেন, ‘আমি বিয়ে করছি।’ এ একটি বাক্যই যেনো আগুনে ঘি ঢেলে দেয়। মুহূর্তেই শুরু হয় জল্পনা—কে হচ্ছেন শ্রদ্ধার জীবনসঙ্গী, আর কবে হচ্ছে বিয়ে?

শ্রদ্ধার হবু বর হিসেবে উঠে আসা রাহুল মোদি বলিউডে পরিচিত নাম হলেও তিনি লাইমলাইটে থাকতে পছন্দ করেন না। ক্যামেরার পেছনেই তার মূল কাজ। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো হিট ছবিতে সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন রাহুল।

বিয়ের আয়োজন নিয়েও চলছে নানা রকম আলোচনা। বলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চান শ্রদ্ধা। উদয়পুরের কোনো এক ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হতে পারে এ রাজকীয় বিয়ে। পুরো আয়োজন হবে ট্র্যাডিশনাল ঘরানায়—পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক করার পরিকল্পনা।

যদিও এখনো পর্যন্ত শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি, তবে বলিউডের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে—বিয়ের প্রস্তুতি নাকি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সব মিলিয়ে, খুব শিগগিরই কি মোদি পরিবারের বধূ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শ্রদ্ধা কাপুর? সে দিকেই এখন তাকিয়ে গোটা বি-টাউন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff