কখন আসবেন তারেক রহমান, সিলেটে দুই দিনের কর্মসূচী কী?

কখন আসবেন তারেক রহমান, সিলেটে দুই দিনের কর্মসূচী কী?

স্টাফ রিপোর্টার
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে আজ বুধবার সিলেট আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল বৃহস্পতিবার সকালে সিলেটে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগে হযরত শাহজালার (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, আজ রাতে বাংলাদেশ বিমানের শেষ ফ্লাইটে সিলেট আেবেন তারেক রহমান।রিাত সাড়ে ৮ টা থেকে ৯ টার মধ্যে তার সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছার কথা।

কয়েস লোদী জানান, সিলেটে পৌঁছে তারেক রহমান বিমানবন্দর এলাকারই একটি হোটেলে উঠবেন। সেখান থেকে রাতেই তার শ্বশুড়বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার সিলামে যেতে পারেন।

কয়েস লোদী আরও জানান, বৃহস্পতিবার আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা শুরু হবে সকাল ঠিক ১০টায়।

তারেক রহমানকে সফরকে ঘিরে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে জানিয়ে কয়েস লোদী বলেন, একে তিনি আগামীর রাষ্ট্রনায়ক, তারউপর সিলেটের পরমাত্মীয়। আর সিলেটের মানুষ সবসময়ই অতিথি পরায়ণ। বৃহস্পতিবার আবারও তার প্রমাণ পাওয়া যাবে।

বৃহস্পতিবারের জনসভা সফলে আজ রাত থেকে আলিয়া মাদ্রাসা মাঠে নেতাকর্মীরা জড়ো হবেন জানিয়ে তিনি বলেন, অনেকেই মাঠে রাত্রিযাপন করবেন। সে রকম প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, আজ রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতেই শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচার শুরু করবেন তিনি।

মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। এতে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff