নিজস্ব প্রতিবেদক
সিলেটে সীমান্তে বিজিবির টহল-অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো সীমান্তে বুঙ্গার চালান ধরা হচ্ছে। কিন্তু থামানো যাচ্ছে না চোরাচালান, চোরাকারবারিদের। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিজিবিকে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে চোরাচালান অব্যাহত রাখছে বুঙ্গাড়িরা। ফলে চোরাচালান রোধে হিমশিম খেতে হচ্ছে সীমান্তরক্ষার দায়িত্বে থাকা বাহিনীকে।
মঙ্গলবার সকালেও প্রায় কোটি টাকার চোরাই মালামাল আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি এসব আটক করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, মঙ্গলবার ৪৮ ব্যাটালিয়ন বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। অভিযানে ৭২টি ভারতীয় শাড়ি, ২১৭.৫ মিটার পর্দার কাপড়, দুটি মোটরসাইকেল, ১৪ হাজার ৮৪০ কেজি রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী পাঁচটি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯৩ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।
এ ব্যাপারে বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দ হওয়া চোরাচালানের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply