নিজস্ব প্রতিবেদক
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১–এর পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ওই বার্তায় বলা হয়, র্যাব-১ ও র্যাব-৯ তাঁকে গ্রেপ্তার করে।
গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুকেও গ্রেপ্তার করা হয়েছে।
ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেপ্তার ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে গত ৪ আগস্ট কুমারপাড়া এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে নাশকতা ও সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় তিনি অভিযুক্ত। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটি নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসনটি থেকে নির্বাচিত হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান ।
Leave a Reply