এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ

এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ

একুশে সিলেট ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক শেখ আলী হুসাইনসহ ১২ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ আলী হুসাইন জানান, তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসেবে ৩ জুন ২০২৫ থেকে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এনসিপির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু হয়েছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সমীকরণের সঙ্গে তার মৌলিক অসামঞ্জস্যতা দেখা দিয়েছে। যে নতুন বন্দোবস্ত ও আদর্শিক রাজনীতির স্বপ্ন দেখা হয়েছিল, তা বাস্তবে প্রতিফলিত না হওয়ায় দলের সঙ্গে তার পথচলা আর সম্ভব নয় বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত ও রাজনৈতিক দর্শনের সঙ্গে এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সংঘর্ষ সৃষ্টি হয়েছে। সে কারণেই আজ থেকে এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেছি।’

তবে দেশ ও জাতির কল্যাণে একজন সেনা সদস্য হিসেবে তিনি আজীবন দায়িত্বশীল থাকবেন, যদিও তা এনসিপির সদস্য হিসেবে নয়।

এ সময় তিনি আরও জানান, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে দলের আরও ১১ জন নেতাকর্মী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তারা হলেন- যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

এই পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff