এনসিপি’র সিলেট মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন লুবনা

এনসিপি’র সিলেট মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন লুবনা

একুশে সিলেট ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষিকা তাসনিয়া আক্তার লুবনা। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি নবগঠিত এই রাজনৈতিক দলটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

সম্প্রতি কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজালকে আহ্বায়ক এবং মো. কিবরিয়া সারওয়ারকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তাসনিয়া আক্তার লুবনা। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তাসনিয়া আক্তার লুবনা বলেন, সিলেট মহানগরের যুগ্ম সদস্য সচিব হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মনোনয়ন প্রমাণ করে যে, এনসিপি যোগ্যতা, পরিশ্রম ও সংগঠনের ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন করে। সিলেট মহানগরে সুস্থ রাজনীতি, স্বচ্ছ নেতৃত্ব ও পরিবর্তনের রাজপথ গড়ে তুলতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

তিনি আরও বলেন, যারা দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে, এনসিপি তাদের বিরুদ্ধে জনগণের শক্তিশালী কণ্ঠস্বর। আমরা জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতিতেই বিশ্বাসী। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা ও সিলেটবাসীর সমর্থন নিয়ে এনসিপিকে মহানগরে আরও শক্তিশালী ও সংগঠিত করে তুলব, ইনশাআল্লাহ।

দলীয় সূত্রে জানা যায়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকেই তাসনিয়া আক্তার লুবনা এনসিপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। নবগঠিত এই আহ্বায়ক কমিটি সিলেট মহানগরে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। কমিটি ঘোষণার পর থেকে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff