লেখক জাহিদ হাসানের প্রতিবাদ

লেখক জাহিদ হাসানের প্রতিবাদ

সম্মানিত পাঠক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি জাহিদ হাসান, একজন লেখক, ব্লগার এবং সমাজকর্মী। অতীতে এবং বর্তমানে একটি নির্দিষ্ট গোষ্ঠী আমার বিরুদ্ধে সভা-সমাবেশ ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি এই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি মুক্তচিন্তার একজন ধারক এবং প্রথাবিরোধী বিরুদ্ধ স্রোতের যাত্রী। জ্ঞান ও চিন্তার ইতিহাসে গৌতম বুদ্ধ, কপিল, ডারউইন, কার্ল মার্কস, আহমদ শরীফ, হুমায়ুন আজাদের মতো মনীষীগণ যে ঐতিহ্য স্থাপন করেছেন, আমি ঐতিহ্যগতভাবে তাঁদেরই উত্তরসূরি। আমি সমাজে বিদ্যমান কুসংস্কার ও অন্ধবিশ্বাস ভাঙার চেষ্টা করে আসছি।

আমার লেখা ‘সহজ সরল চিন্তাভাবনা’ বইটি বহু প্রতিবন্ধকতা পেরিয়ে প্রকাশিত হয়েছে এবং বর্তমানে এটি পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই কারণে আমার পরিবার এবং আমাকে একটি গোষ্ঠীর পক্ষ থেকে নানাবিধ অত্যাচার, নির্যাতন, হামলা ও মামলার শিকার হতে হয়েছে। সর্বশেষ, ১৯শে অক্টোবর একটি গোষ্ঠী দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করে, যার ফলে আমি আহত হই এবং বর্তমানে চিকিৎসাধীন আছি।

আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, এই ধরনের হামলা-মামলা বা কোনো প্রকার হয়রানি আমাকে আমার আদর্শিক পথ থেকে বিচ্যুত করতে পারবে না।

প্রতিবাদলিপিতে জাহিদ হাসান আরও উল্লেখ করেন যে, ২০২১ সালের জুন মাসে ‘সহজ সরল চিন্তাভাবনা’ বইটি প্রথম প্রকাশিত হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন এর আনুষ্ঠানিক প্রচারণা চালানো সম্ভব হয়নি। বইটি রচনার সময়ও আমাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বইয়ের কতিপয় লেখা একটি গোষ্ঠীর পছন্দ না হওয়ায় তারা বাধা প্রদান করে, যার ফলে কোনো প্রকাশনী বা প্রকাশক আমার বইটি প্রকাশ করতে রাজি হয়নি। ফলস্বরূপ, আমি নিজেই বইটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করি। বিভিন্ন সময়ে আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’

(বিজ্ঞাপন)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff