আ.লীগ নাশকতার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: অ্যাডভোকেট জামান

আ.লীগ নাশকতার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: অ্যাডভোকেট জামান

একুশে সিলেট ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার প্রাক্কালে, আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান অনুসারীরা।

সোমবার বিকেলে নগরীর মিরাবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিরাবাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে লিপ্ত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, আগামী ১৩ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে। তিনি অভিযোগ করেন, এই রায় ঘোষণাকে ঘিরে ‘স্বৈরাচার খুনি হাসিনার অনুগতরা’ দেশজুড়ে নাশকতার পরিকল্পনা করছে। জামান এই নাশকতার পরিকল্পনা রুখে দিতে তার অনুসারীদের সর্বদা প্রস্তুত থাকার ঘোষণা দেন এবং ‘স্বৈরাচার হাসিনার যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র’ মোকাবেলায় রাজপথে সজাগ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টে আন্দোলনের মাধ্যমে ‘খুনি হাসিনাকে’ দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। এখন তারা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। শাহজালাল (রহ.)-এর পুণ্যভূমি সিলেটে কোনো স্বৈরাচার নাশকতা করার চেষ্টা করলে তার ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল নেতা আলহাজ্ব আবুল কালাম। শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু ইয়ামিন চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা রুজেল আহমদ চৌধুরী, দিপক রায়, সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসলাম আলী, সিদ্দেক আলী, স্বেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদুর রহমান সাজু, দেওয়ান কামরান আহমদ, জামাল আহমদ, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, বদরুল আজাদ রানা, আতিকুর রহমান চৌধুরী লাভলু, সুমন আহমদ, মুহিবুর রহমান, শাইস্তা উর রহমান সানি, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র সিনিয়র সহসভাপতি আব্দুল মুমিন সেতু, সহসভাপতি রনি আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র প্রচার ও দপ্তর সম্পাদক আছনাত উদ্দিন জাহিন এবং কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রাসেল, সৈয়দ সজিব প্রমুখ।

বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে বিএনপি থেকে বহিষ্কার প্রত্যাহার হওয়ায় এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা বদরুল আজাদ রানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অ্যাডভোকেট সামসুজ্জামান জামানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff