বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া ৬টি অটোরিকশা (সিএনজি) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকেলে পৌরসভার পূর্ব জানাইয়া গ্রামের শরিফ উদ্দিনের বাড়িতে একটি ওয়ার্কশপে অভিযান চালিয়ে প্রথমে ৫টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
এসময় চুরি হওয়া অটোরিকশাগুলোর নম্বর পরিবর্তন ও চেহারা বদলের কারিগর হিসেবে জড়িত থাকার অভিযোগে জুয়েল আহমদ (৩৬) নামে এক যুবককে আটক করা হয়। সে পৌরসভার রাজনগর গ্রামের জুনাব আলীর ছেলে এবং জানাইয়া গ্রামের শরিফ উদ্দিনের ভাগ্নে।
পরে আটক জুয়েলের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ পূর্ব মণ্ডলকাপন গ্রামের ময়না মিয়ার তিনতলা বাড়ি থেকে আরও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করে। উদ্ধার হওয়া সব অটোরিকশাই নাম্বারবিহীন বলে জানিয়েছে পুলিশ।
আটক জুয়েল আহমদ সাংবাদিকদের জানান, বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে তার ওয়ার্কশপে নিয়ে আসা হতো এবং সেখানে কাজের মাধ্যমে গাড়িগুলোর চেহারা পরিবর্তন করা হতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া বলেন, “এ পর্যন্ত ৬টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি অটোরিকশা সন্দেহজনকভাবে জব্দ করা হয়েছে, যেগুলোর কাগজপত্র যাচাই-বাছাই চলছে।”
তিনি আরও জানান, চুরি চক্রের সঙ্গে জড়িত পুরো সিন্ডিকেটকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
Leave a Reply