একুশে সিলেট ডেস্ক
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। শুরুতে ২৩২ বলা হলেও সবশেষ সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দলের ২৩৭ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করা হলো।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি এই তালিকা ঘোষণা করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকাসহ দেশের অন্যান্য এলাকার ২৩৭ আসন ছাড়া অন্যগুলোতে সমমনা দলগুলোর জন্য ফাঁকা রাখা হয়েছে। কোথাও আবার দলের নেতাদের মধ্যে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় এখনো চূড়ান্ত করা হয়নি বলে নাম ঘোষণা হয়নি।
ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী- ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ নবী উল্লাহ নবী, ঢাকা-৫ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৬ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-৭ (ঘোষণা হয়নি), ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ ও ঢাকা-১০ (ঘোষণা হয়নি), ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ (ঘোষণা হয়নি), ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক, ঢাকা-১৭ ও ঢাকা-১৮ (ঘোষণা হয়নি), ঢাকা-১৯ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা-২০ ঘোষণা হয়নি।
Leave a Reply