সর্বশেষ :
সিনেমাটি করা হচ্ছে না তানজিন তিশার

সিনেমাটি করা হচ্ছে না তানজিন তিশার

বিনোদন প্রতিবেদক

কয়েক মাস আগে শিরোনামে এসেছিলেন ঢালিউড অভিনেত্রী তানজিন তিশা। কারণ, তিনি পা রাখতে যাচ্ছিলেন কলকাতার চলচ্চিত্রে। ‘ভালোবাসার মরশুম’ নামে সেই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমন যোশি, যিনি একসময় ‘থ্রি ইডিয়টস’-এর মতো আলোচিত ছবিতে অভিনয় করেন।

সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এম এন রাজ। তিনি এর আগে জিৎকে নিয়ে ‘রাবণ’ সিনেমাটি নির্মাণ করেন।

ঢাকার অভিনেতা খায়রুল বাসারও ‘ভালোবাসার মরশুম’ ছবিতে অভিনয়ের কথা ছিল। তিনি পরে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানান, সিনেমাটিতে থাকছেন না।

গত মে মাসের শেষে কলকাতায় অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। উপস্থিত ছিলেন শরমন যোশি ও সিনেমার আরেক নায়িকা সুস্মিতা; কিন্তু অনুপস্থিত ছিলেন তানজিন তিশা। মহরতের কিছুদিন পর শুরু হয় শুটিং, তবে কোথাও দেখা যায়নি তিশাকে।

নাম প্রকাশ না করার শর্তে প্রযোজনা দলের এক সদস্য সমকালকে জানান, তিশা ভিসা জটিলতায় পড়েছেন। সে কারণেই তিনি শুটিংয়ে অংশ নিতে পারেননি। এখনও নিশ্চিত না, তিনি পরবর্তী সময়ে যুক্ত হতে পারবেন কিনা। তবে সিনেমার টিম তাঁর আশা ছেড়ে দিয়েছে। তিশা না থাকায় শরমন যোশির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায়।

শুরু থেকেই সিনেমাটি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিক কিছু জানাননি তিনি। গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে এক প্রশ্নের জবাবে তিশা বলেন, “আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। নিউজ তো অনেক হয়। কতটা সত্য, কতটা নয়– দর্শকরা ভালো জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়ে সামনে আসব।”

‘ভালোবাসার মরশুম’ অনিশ্চিত হয়ে গেলেও তিশা যুক্ত হয়েছেন দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে নতুন সিনেমা ‘সোলজার’-এ। সব ঠিক থাকলে এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। এরইমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহে শুটিংয়ে অংশ নেবেন তানজিন তিশা। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। নির্মাতার এটিই প্রথম সিনেমা। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff