সর্বশেষ :
সিলেটে বিএনপি নেতার প্রাইভেট কার ছিনতাই লামাকাজী ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন টাকার জন্য কোন শিক্ষাথীর্র পড়ালেখা বন্ধ হবে না: বিশ্বনাথে মিছবাহ উদ্দিন হবিগঞ্জে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, আদালতে কাঁদলেন সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা গোয়াইনঘাটে ব্যবসায়ী সেলিম হত্যা মামলা, হবিগঞ্জ থেকে আটক ২ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত : প্রধান উপদেষ্টা (ভিডিওসহ) সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা : থানায় অভিযোগ দায়ের সিলেট কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক ভূমি দখলের অভিযোগ সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৭০ লক্ষ টাকার চোরাই পণ্য আটক
মাধবপুরে পালিত হলো ক্ষুদে বিজ্ঞানী উৎসব

মাধবপুরে পালিত হলো ক্ষুদে বিজ্ঞানী উৎসব

মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ক্ষুদে বিজ্ঞানী উৎসব পালিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) মাধবপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের পরিকল্পনায় ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ক্ষুদে বিজ্ঞানী উৎসব-২০২৪ পালিত হয়।

উপজেলার মনতলা ক্লাস্টারের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে ২৫টি স্টলে প্রাথমিক পর্যায়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তৈরি বিজ্ঞান প্রজেক্ট, মডেল ও পোস্টার টাইপ উপকরণ প্রদর্শনী হয়। বিভিন্ন ধরণের আকর্ষণীয় উপকরণগুলো শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।

উপস্থিত দর্শনার্থীরা উপকরণগুলো দেখে দারুণ উচ্ছ্বসিত হন। ‘শিখন-শেখানো প্রক্রিয়াটি অভিজ্ঞতাভিত্তিক, অর্থাৎ শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতাভিত্তিক শিখনের মধ্য দিয়ে যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাবে।

মাধবপুর উপজেলার মনতলা ক্লাস্টার কর্তৃক আয়োজিত ‘ক্ষুদে বিজ্ঞানী উৎসব’- সেই যাত্রায় নতুন দ্বার উন্মোচন করেছে।’- কথাগুলো এক নিঃশ্বাসে বলেছেন বহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ।

অভিভাবকদের একজন স্টলগুলো ঘুরে ঘুরে বললেন, ‘সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এমন আয়োজন আমার জীবদ্দশায় কখনো দেখিনি। এমন চমৎকার আয়োজন শিশুদের বিজ্ঞানের ভয় দূর করতে সহায়তা করবে। এই ‘ক্ষুদে বিজ্ঞানী উৎসব ‘ এক ইতিহাস সৃষ্টি করেছে।’

এছাড়াও বিজ্ঞান বিষয়ক পাঠদানকারী শিক্ষকগণের আদর্শ পাঠদানের মাধ্যমে সেরা বিজ্ঞান শিক্ষক বাছাই, ৩য়-৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ক্ষুদে বিজ্ঞানী টিম কর্তৃক বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন প্রতিযোগিতা, সেরা বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতা, হাতে তৈরি বিজ্ঞান প্রজেক্ট ও উপকরণ প্রদর্শন করার মাধ্যমে সেরা বিজ্ঞান বিদ্যালয় নির্বাচন করার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের তুমুল প্রতিযোগিতার সৃষ্টি করেছে।

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ক্ষুদে গণিতবিদ উৎসবটি মাধবপুর উপজেলায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ঈশিতা রাণী দাস তনুশ্রী (রোল নং ০৯) এর মা শিখা রাণী দাস জানান, ‘এমন উৎসবমুখর পরিবেশে এর আগে এমন অনুষ্ঠান আগে হয়নি। আমার সবচেয়ে ভালো লেগেছে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন পর্বটি। সবার উপকরণগুলো খুবই আকর্ষণীয় ও মজার।’ শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির লামিয়া জাহান রোজার বাবা লিটন মিয়া বলেন, ‘এমন উদ্ভাবনী উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। শিশুর বিজ্ঞানের ভয় দূর করে হাতে কলমে শিখতে খুবই কার্যকর। ধন্যবাদ জানাই এটিইও রফিক সাহেবকে।’

তেলিয়াপাড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানী টিমের টিম লিডার বলে, ‘আজ ঈদের দিনের মতো আনন্দ মনে হচ্ছে। আমরা স্কুলে এমন সুন্দর সুন্দর উপকরণের মাধ্যমে শিখি। অনেক মজা লাগে। আনন্দ পাই।’

দিনব্যাপী এই আয়োজনটি সমাপনী পর্বে ছিল বিজয়ী ও সেরা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়। সেরা বিজ্ঞান বিদ্যালয় নির্বাচিত হয়েছে বহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff