নিজস্ব প্রতিবেদক
সিলেট কোতোয়ালী মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন খন্দকার মোস্তাফিজুর রহমান। রবিবার (৪ অক্টোবর) বিকেলে তিনি যোগদান করেন।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক আদেশে তিনি কোতোয়ালীতে যোগদান করেন।
এর আগে তিনি মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে, ১০ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হককে বদলি করা হয়েছে। পরবর্তীতে তাকে বদলী করা হলে দীর্ঘদিন এই থানায় ওসির পদটি খালি ছিল।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া (পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply