ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রথম মামলা, আসামি দুই হাজার

ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রথম মামলা, আসামি দুই হাজার

স্টাফ রিপোর্টার

কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় মামলা দায়ের করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)।

শুক্রবার (১৫ আগস্ট) মহা পরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারুল হাবিব বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০০/২০০০ জনকে আসামি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়- অজ্ঞাতনামা কিছু দুস্কৃতিকারী ব্যক্তিগণ কর্তৃক ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার গেজেভূক্ত পাথর কোয়ারি হতে অবৈধ/অননুমোদিতভাবে সম্প্রতি কোটি কোটি টাকার করা হয়েছে, মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তথ্য অনুযায়ী পাথর লুটপাটে অজ্ঞাত ১৫০০/২০০০ ব্যক্তি জড়িত বলে ধারণা করা হচ্ছে, যাদের পরিচয় সনাক্ত করা হয়নি। সরকারের গেজেটভুক্ত কোয়ারি হতে লুট/চুরি এ ধরণের কর্মকাণ্ড খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এর ধারা ৪(২) (ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা ২০১২-এর বিধি ৯৩ (১) এর সুস্পষ্ট লঙ্ঘন।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ায় মৌখিক নির্দেশনায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এর ৫ ধারা অপরাধে ও দন্ডবিধি ১৮৬০ এর ৩৭৯ নং ধারা এর ৪৩১ ধারায় অভিযোগ দায়ের করা প্রয়োজন। এমতাবস্থায় সরকারি স্বার্থে ভোলাগঞ্জ কোয়ারি থেকে পাথর লুট ও চুরির দায়ে দায়ী অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff