মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন মিয়া (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত ইয়ামিন ওই গ্রামের রমজান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ইয়ামিন বাড়ির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ইয়ামিনকে ভাসতে দেখেন তারা।
দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply