‘নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে’

‘নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে’

একুশে সিলেট ডেস্ক

আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে থাকা সব অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত বছর জুলাই আন্দোলন এবং ৫ আগস্টের পর লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার সম্ভব হয়নি। তবে নির্বাচনের পূর্বেই এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।’

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতির বিষয়ে তিনি জানান, ‘অনেক মামলায় অসংখ্য ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে, যার কারণে তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেই লক্ষ্য নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগপত্র দাখিল করা হবে।’

‘এআই’ প্রযুক্তির ব্যবহারের প্রসঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো ধরনের অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক ও তথ্যমূলক সংবাদ প্রচারে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff