একুশে সিলেট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে নিয়ে কোনো আপস নাই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা নতুন করে স্বাধীনতা বানাতে চাই না। বাংলাদেশ নিয়ে কারো সঙ্গে কোনো আপস হবে না।
যারা ভালো থাকবে, যারা কথা দিয়ে কথা রাখতে পারবে। যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, মানুষকে আপন ভাববে আমি তাদের গোলামি করব। আমি এক নম্বর হলো আল্লাহর গোলাম। আর দুই নম্বর হলো মানুষের গোলাম। এর মাঝখানে আমার কাছে কিছু নাই।’
তিনি বলেন, ‘ফজলুর রহমান (বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা) এক সময় বলেছিল মুক্তিযোদ্ধারা কথা বলতে চায়। আমিও কথা শুনতে চাই, কথার চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর নেই। বাজে কথার কোনো মূল্য নেই, মূল্যবান কথার কতটা ভার সেটাও বিচার করে বের করা যাবে না। যদিও সবাই কথা বলতে পারে না।’
তিনি বলেন, “আমরা চাই মুক্তিযুদ্ধ এ নিয়ে কোনো আপস নয়। মুক্তিযোদ্ধা নিয়ে কোনো আপস নয়। আমাদের কণ্ঠে ‘জয় বাংলা’ এটা নিয়ে কোনো আপস করতে যাব না।”
তিনি আরো বলেন, ‘আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আমরা তার সবাই কর্মী। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো আপস নয়। জিয়াউর রহমানকে নিয়েও কোনো আপস নয়। আমরা স্বাধীনতাকে দেখতে চাই। আমরা নতুন করে স্বাধীনতা বানাতে চাই না।’
কাদের সিদ্দিকী বলেন, ‘যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে—আমি তাদের সাধুবাদ জানাই।’
Leave a Reply