সর্বশেষ :
বিয়ানীবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অনুপস্থিত ২৪ জামালগঞ্জে এসএসসি ও দাখিল পরিক্ষা শুরু, অনুপস্থিত ১৬ যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন নবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি ফয়সল গ্রেফতার কমলগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে জরিমানা ও কারাদণ্ড প্রদান মানুষ অন্তর্বর্তী সরকারকে আরও ৫ বছর দেখতে চায়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এফবিসিসিআইয়ের কো-চেয়ারম্যান নির্বাচিত ডাল্টন জহির ওসমানীনগরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৭ এসএসসি পরীক্ষার সেন্টার পরিদর্শনে বিভাগীয় কমিশনার সিলেট বোর্ডে :এসএসসিতে বসছে লক্ষাধিক পরীক্ষার্থী
সেই ফেইবুক লাইভার মামুনের বিরুদ্ধে যুবতীর থানায় অভিযোগ

সেই ফেইবুক লাইভার মামুনের বিরুদ্ধে যুবতীর থানায় অভিযোগ

স্টাফ রিপোর্ট

সিলেট নগরীর উপশহরে মোবাইল ফোনের সিম বিক্রেতা এক যুবতীকে কথিত ‘আধুনিক টিভি’র লাইভার মামুন আহমদ ও তার সহাযোগী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত ও এসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ফারজানা আক্তার সিপা (২৩) নামের ওই যুবতী বাদি হয়ে শাহপরাণ (রহ.) থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন কথিত আধুনিক টিভির লাইভার আম্বরখানা এলাকার মামুন আহমদ, সিলেট সদর উপজেলার মিলাদ আহমদ।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকাল হাট রেস্টুরেন্টের সামনে ভাসমান অবস্থায় মোবাইল ফোনের সিম বিক্রি করছিলেন ফারজানা আক্তার সিপা। এসময় কথিত আধুনিক টিভির লাইভার মামুন আহমদ, মিলাদ আহমদ আহমদ দীর্ঘদিন থেকে তাকে ওই স্থান থেকে উচ্ছেদ করতে পাঁয়তারা করে আসছিলেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মামুন, মিলাদসহ একদল লোক মোবাইল ফোন দিয়ে ফেইসবুকে লাইভ থাকাবস্থায় ফারজানা আহমদের সিম বিক্রির ব্যবসায়িক জিনিসপত্র ভেঙে ফেলে পাশের খালে ফেলে দেয়। এবং ফেইসবুক লাইভে থাকাবস্থায় মামুন ও তার সহযোগী শিপাকে চড়-থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

ফারজানা তার অভিযোগে বলেন, তিনি আইনের আশ্রয় নিতে থানার উদ্দেশ্যে যেতে গাড়িতে উঠলে মামুন ও তার সহযোগীরা তাকে টানা হেচড়া কওে গাড়ি থেকে নামিয়ে দেয়। এবং ফারজানাকে এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে তাকে এসিড নিক্ষেপের হুমকি প্রদান করা হয়।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে বলেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুন হোসেনকে বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

উপশহর পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল হোসেন জানান, আমার কাছে অভিযোগ এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সিম বিক্রেতা ফারজানার উপর লাইভার কর্তৃক লাঞ্ছিতর ঘটনায় সিলেটজুড়ে তোলপাড় চলছে। একজন নারীকে প্রকাশ্যে রাস্তায় লাইভে থাকাবস্থায় লাঞ্ছিত করায় ফুঁসে উঠেছেন সিলেটের সচেতন নাগরিক সমাজ। সবাই মামুন ও তার সহযোগীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। তাদের দাবি নারী সংসার চালাতে সড়কে সিম বিক্রি করছেন। কেন থাকে এই ধরনের লাঞ্ছনা ও মারধর করা হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff