লঙ্কায় এবার বাংলাদেশের ইতিহাস

লঙ্কায় এবার বাংলাদেশের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুইবারের লড়াইয়ে দুইবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।

টেস্ট, ওয়ানডে দুটি সিরিজই এবারের শ্রীলঙ্কা সফরে খুইয়েছে বাংলাদেশ। পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কা। এখান থেকেই লিটনদের ঘুরে দাঁড়ানো শুরু। টানা দুই ম্যাচ জিতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে সফর শেষ করলেন লিটনরা।

১৩৩ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারার বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের ওপেনার রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৯ রানেই অবশ্য সফরকারীরা হারাতে পারত দ্বিতীয় উইকেট। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে বিনুরা ফার্নান্দো এলবিডব্লিউর আবেদন করেন লিটনের বিপক্ষে। আম্পায়ার আউট ঘোষণা করলে রিভিউ নেন লিটন। রিভিউতে দেখা যায়, বিনুরার বল লেগসাইডের বাইরে পিচিং করেছে।

বেঁচে যাওয়ার পর সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন লিটন। দ্বিতীয় উইকেট জুটিতে তানজিদ হাসান তামিমের সঙ্গে ৫০ বলে ৭৪ রানের জুটি গড়তে অবদান রাখেন লিটন। তানজিদ তামিম আক্রমণাত্মক ব্যাটিং করলেও লিটন খেলতে থাকেন ধীরেসুস্থে। নবম ওভারের তৃতীয় বলে লিটন স্লগসুইপ করতে যান বাঁহাতি স্পিনার কামিন্দু মেন্ডিসকে। লিটনের শট সোজা চলে যায় ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা কুশল পেরেরার হাতে। ২৬ বলে ২ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

লিটন ফেরার পর তানজিদ তামিম তুলে নেন তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। দশম ওভারের প্রথম বলে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসকে লং অন দিয়ে ছক্কা মেরে ২৬ বলে ফিফটি করেছেন তানজিদ তামিম। এরপরে আর বাংলাদেশকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

বাংলাদেশের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচেই টস জিতেছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং নিয়েছেন তিনি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে স্বাগতিকেরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান করেছে শ্রীলঙ্কা। ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাংকা। ৩৯ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন দাসুন শানাকা। সাত নম্বরে নেমে ২৫ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মারেন তিনি। বাংলাদেশের শেখ মেহেদী হাসান নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ১১ রান। মেডেন দিয়েছেন এক ওভার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff