সিলেটে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের জোর দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান নেজামে ইসলাম পার্টির সভাপতি, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা, বৃহত্তর গণদাবি পরিষদের প্রধান উপদেষ্টা, সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব।
বুধবার (৯ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি হচ্ছে সিলেটে হাই কোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা। বিচারপ্রার্থী সাধারণ জনগণের দুর্ভোগ লাঘব, ন্যায়বিচার পাওয়ার সহজপ্রাপ্তি ও আইনি ব্যয় কমানোর জন্য এটি সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, ১৯৮৪ সালের ১ জানুয়ারি সিলেটে একবার অস্থায়ীভাবে হাই কোর্টের কার্যক্রম চালু হয়েছিল। সেসময় বৃহত্তর সিলেটের জনগণ ব্যাপকভাবে উপকৃত হন এবং বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থা বাড়ে। কিন্তু পরবর্তীতে সেটি স্থায়ী রূপ না পাওয়ায় জনগণ আবারও ভোগান্তির মধ্যে পড়ে। তিনি বলেন, সিলেট বিভাগ ভৌগোলিকভাবে রাজধানী ঢাকা থেকে অনেক দূরে অবস্থিত। দীর্ঘপথ পাড়ি দিয়ে বিচারপ্রার্থীদের ঢাকায় যাতায়াত করতে হয়, যা সময়, অর্থ ও শ্রমের অপচয় ঘটায়। এ অবস্থায় বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং ন্যায়বিচারের সুলভ প্রাপ্তির লক্ষ্যে সিলেটে হাই কোর্টের একটি স্থায়ী বেঞ্চ সময়ের দাবিতে পরিণত হয়েছে।
মাওলানা রকিব বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিলেটবাসীর ন্যায্য এই দাবিকে বাস্তবায়নে সরকারকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। অবিলম্বে উচ্চপর্যায়ে বিষয়টি আলোচনায় এনে স্থায়ী হাই কোর্ট বেঞ্চের কার্যক্রম শুরু করতে হবে। বিজ্ঞপ্তি
Leave a Reply