মাধবপুর প্রতিনিধি
মাধবপুর উপজেলার বাস,পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক লিটন মিয়া (৪১) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়। দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ বলেন, নরসিংদী থেকে কাঁঠাল বোঝাই করে একটি পিকআপ ভ্যান নবীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক লিটন মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান।
Leave a Reply