ভোটের আগে সিলেটে সেনাপ্রধান

ভোটের আগে সিলেটে সেনাপ্রধান

একুশে সিলেট ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট সফর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার বিকেলে সিলেট সফরে এসে তিনি সামরিক, বেসামরিক ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সিলেট বিভাগের সকল জেলার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, নিরাপত্তা প্রস্তুতি ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় সেনাপ্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার পাশাপাশি নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়াও সিলেট সফরকালে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় জেনারেল অফিসার কমান্ডিং, আর্টিলারি অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর সামরিক সচিব, কমান্ডার, এসএমইউক্যাটি; জিওসি–১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়াসহ সেনাসদর ও সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff