ইসির অনলাইন ব্যবস্থায় সাংবাদিক কার্ড পেতে চরম ভোগান্তি

ইসির অনলাইন ব্যবস্থায় সাংবাদিক কার্ড পেতে চরম ভোগান্তি

একুশে সিলেট ডেস্ক

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার পেতে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা নতুন অনলাইন ব্যবস্থা জটিলতায় ও ভোগান্তিতে ফেলেছে গণমাধ্যমকর্মীদের।

প্রথাগত আবেদনের পরিবর্তে সোমবার (২৬ জানুয়ারি) থেকে অনলাইনে আবেদন নিচ্ছে সংস্থাটি।

বিভিন্ন গণমাধ্যম হাউজের সংবাদকর্মীরা জানিয়েছেন, অনলাইনে আবেদন করতে গিয়ে অনেক ওটিপি না পাওয়া, বারবার সার্ভার ডাউন, নির্ধারিত সাইজে ছবি ও স্বাক্ষর আপলোডে ব্যর্থতা এবং আবেদন সাবমিট না হওয়ার মতো সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

https://pr.ecs.gov.bd/ পোর্টালে ৩ ফেব্রুয়ারির পর্যন্ত আবেদন নেবে ইসি। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা ছাড়াই হঠাৎ নতুন নিয়ম চালু করা হয়েছে। এতে ভোগান্তি বাড়বে, অনেক সাংবাদিক কার্ড ও স্টিকার থেকে বঞ্চিত হবেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নীতিমালাও যথাযথভাবে সংশোধন করা হয়নি।

তিনি আরও বলেন, এসব বিষয়ে আগামী বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে আপত্তি ও উদ্বেগের কথা তুলে ধরা হবে।

অনলাইন আবেদন নিয়ে সাংবাদিক জিএম মজিবুর রহমান বলেন, মোবাইলে ওটিপি এলেও সেটি মাত্র ২ সেকেন্ডের মতো ছিল; লগইন করার আগেই ওটিপিটি বাতিল হয়ে যায়।

এদিকে চালু মোবাইল নম্বর দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে বারবার “The selected phone is invalid” লেখা আসছে বলে জানান অনেকের। এছাড়া অনেকের ওটিপি সময় মতো আসছে না বলেও অভিযোগ রয়েছে।

সাংবাদিকরা বলছেন, উপজেলা পর্যায়ে সাংবাদিকদের ভোগান্তি আরো বেশি। অনেককেই আবেদনের জন্য অন্যের মুখাপেক্ষি হতে হচ্ছে। কেননা, আবেদনের সঙ্গে যে সমস্ত কাগজ সরবরাহ ও ফরমেটের ফাইল জমা দিতে বলা হয়েছে, তার কারণে অনেকে ভোটের খবর পরিবেশন থেকে বঞ্চিত হবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, আবেদন করতে কোনো জটিলতা থাকলে সেটা আমরা সহজ করবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff