বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেকরা

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেকরা

স্পোর্টস ডেস্ক

শেষ পর্যন্ত বাংলাদেশের অনুরোধ বা দাবি কোনোটিই রাখেনি আইসিসি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের খেলার কথা শনিবার জানিয়ে দেয় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। অথচ নিরাপত্তা শঙ্কায় এর আগে বেশ কয়েকবার নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করতে দেখা গেছে। আইসিসির এমন দ্বিচারিতা দেখে ক্ষুব্ধ পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক শহীদ আফ্রিদি। অন্যদিকে, আইসিসির সিদ্ধান্তে স্বচ্ছতা খুঁজছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার ও সাবেক পাকিস্তান কোচ জেসন গিলেস্পি।

এক বিবৃতিতে শনিবার আনুষ্ঠানিক ঘোষণায় আইসিসি জানায়, ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নেবে। যদিও আগে থেকেই গণমাধ্যমে এমন খবর শোনা যাচ্ছিল। সেদিন রাতেই বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্তে নিজের এক্স হ্যান্ডেলে হতাশা প্রকাশ করেন আফ্রিদি। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার লেখেন, ‘বাংলাদেশ এবং আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেয়া একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে, আজ আইসিসির অসঙ্গতিপূর্ণ অবস্থানে আমি খুবই হতাশ।’

আইসিসির দ্বিচারিতার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘২০২৫-এ পাকিস্তান সফর না করার ক্ষেত্রে ভারতের নিরাপত্তা শঙ্কাকে আইসিসি গ্রহণ করেছে, অথচ বাংলাদেশকে সেই একই উপলব্ধি ও সহানুভূতি দেখাতে তাদের ইচ্ছা নেই বলে মনে হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনার ক্ষেত্রে ধারাবাহিকতা ও ন্যায্যতাই মূল ভিত্তি হওয়া উচিত। বাংলাদেশের ক্রিকেটাররা এবং দেশের কোটি কোটি সমর্থক সম্মান প্রত্যাশা করে, দ্বিচারী আচরণ নয়। আইসিসির উচিত সেতুবন্ধন গড়ে তোলা, তা ভেঙে ফেলা নয়।’

অন্যদিকে, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার সিদ্ধান্তে প্রশ্ন ছুঁড়ে দিয়ে গিলেস্পি এক্সে লেখেন, ‘বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না, এ নিয়ে কি আইসিসি কোনো ব্যাখ্যা দিয়েছে?’ গত বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও, নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইতে নিজেদের ম্যাচগুলো খেলে ভারত। সে কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তানের এ সাবেক কোচ আরও লেখেন, ‘মনে আছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়। পরে তাদের আয়োজক দেশের বাইরে খেলার অনুমতি দেয়া হয়। কেউ কি বিষয়টি যুক্তিসংগতভাবে ব্যাখ্যা করতে পারেন?’

আইসিসি শনিবার তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে লেখে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ ঘোষণা করছে যে, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ স্কটল্যান্ড বাংলাদেশের স্থলাভিষিক্ত হওয়ায় বিশ্বকাপের দিন-তারিখ অথবা ভেন্যুর কোনো পরিবর্তন ঘটেনি। ‘সি’ গ্রুপে শুধু বাংলাদেশের জায়গায় ম্যাচগুলো খেলবে স্কটিশরা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলোর মধ্যে স্কটল্যান্ড টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ে সবার উপরে থাকায় এ সুযোগ পেলো তারাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff