সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচন: ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচন: ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

একুশে সিলেট ডেস্ক

সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে আদালত পাড়া। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করা ৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে আইনজীবী সমিতির লাইব্রেরি হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলমের সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল-হেলাল ও মো. কাওছার জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন মনিটরিং কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ শতাধিক আইনজীবী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ১ হাজার ৬৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৪টি পদে প্রতিদ্বন্দ্বীতাকারী আইনবীজীরা হলেন সভাপতি পদে মো. আব্দুল ওদুদ, গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), মো. সামছুল হক ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সিনিয়র সহ-সভাপতি পদে মো. আলী হায়দার, আয়েশা সিদ্দিকা (শিপা), জ্যোৎস্না ইসলাম ও পান্না লাল দাশ, সহ-সভাপতি পদে আব্দুস সোয়েব আহমদ, মোহাম্মদ আব্দুল হান্নান ও মোহাম্মদ গোলাম কিবরিয়া (রেজু), সাধারণ সম্পাদক পদে আবুল খায়ের হেলাল আহমদ, মো. জোবায়ের বখ্ত জুবের, দেলোয়ার হোসেন দিলু, বিপ্লব কান্তি দে মাধব, মুমিনুর রহমান (টিটু), মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও মো. হুমায়ুন রশীদ (সোয়েব), যুগ্ম সম্পাদক-১ পদে মো. আজমল হোসেন, মো. আব্দুল মুকিত (অপি), মো. কামরুজ্জামান, জয়ন্ত চন্দ্র ধর, মো. তাজ রীহান (জামান) ও মো. মতিউর রহমান, যুগ্ম সম্পাদক-২ পদে কানন আলম, মো. তানভীর আখতার খান ও মো. হেদায়েত হোসেন তানবীর, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে মনির উদ্দিন, মোবারক হোসাইন ও মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে দেবব্রত চৌধুরী লিটন ও মোহাম্মদ আশিক উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে ঝুমকি পুরকায়স্থ ও সোলেমান আহমদ চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার পদে মো. সিরাজুল হক ও সৈয়দ ফেরদৌস আহমদ, সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদে আবুল কালাম আজাদ (রিপন), মো. খোরশেদ আলম, মো. নাজমুল ইসলাম ও মোহাম্মদ নাজমুল হুদা, মহিলা বিষয়ক সম্পাদক পদে জাকিয়া জালাল, মোছাম্মৎ সেবা বেগম ও সোনিয়া জেরীন চৌধুরী, মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে সৈয়দা হেলেন বেগম, সহ সম্পাদকের ৩টি পদে মো. আবুল হোসেন, মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল, মো. জাহিদুল হক জাবেদ, জিয়াউল হক মোস্তাক ও মো. দেলোয়ার হোসেন, এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে মো. আতিকুর রহমান, মো. আনোয়ার হোসেন, এ.এস.এম আব্দুল গফুর, মো. আলীম উদ্দিন, মো. ইরফানুজ্জামান চৌধুরী, মো. ওবায়দুর রহমান, এ.কে.এম. ফখরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও সুলতানা রাজিয়া ডলি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলম বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে তিনি সমিতির সকল সদস্যের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর এখন প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় নামবেন। আদালত পাড়ায় এখন বইছে নির্বাচনী হাওয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff