সর্বশেষ :
১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারের আহ্বান খন্দকার মুক্তাদিরের একের পর এক টার্গেট কিলিংয়ে উদ্বেগ শুনেছি হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে: মির্জা আব্বাস ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বাতিল ও ছাত্রদল নেতা লিটনের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজপথে বিএনপি ওসমানীনগরে সিএনজি চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, তদন্তে পুলিশ ডেভিল হান্ট ফেজ–২: সুনামগঞ্জে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার রেমা কালেঙ্গায় বনদস্যুদের তাণ্ডব, গোলাগুলির ঘটনায় মামলা, আসামি ৫০ জন শহিদ বুদ্ধিজীবী দিবস আজ ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী ধরা পড়ল জকিগঞ্জে ওসমান হাদী গুলিবিদ্ধ: সিলেট বিভাগের সীমান্তজুড়ে বিজিবির হাই অ্যালার্ট

বিএনপি ক্ষমতায় গেলে প্রসূতি মা ও দরিদ্রদের ‘স্বাস্থ্য কার্ড’ দেয়া হবে: খন্দকার মুক্তাদির

বিএনপি ক্ষমতায় গেলে প্রসূতি মা ও দরিদ্রদের ‘স্বাস্থ্য কার্ড’ দেয়া হবে: খন্দকার মুক্তাদির

একুশে সিলেট ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনা হবে। বিশেষ করে প্রসূতি মা ও দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য কার্ড’ চালু করা হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালের চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে খন্দকার মুক্তাদির বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুসহ স্বাস্থ্যখাতের সব সূচকে সিলেট এখনো পিছিয়ে আছে। এখানে অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও সেবার মান প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। সিলেট সদর ও মহানগরের মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি স্বাস্থ্যখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং এ খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যখাতকে দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্ত করতে হবে।

দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট ও তরুণদের ভূমিকা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। প্রতি বছর প্রায় ২২ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করছে। তরুণরা যদি যথাযথভাবে কর্মক্ষেত্রে যুক্ত হতে না পারে, তবে দেশে স্বাভাবিক বিনিয়োগ আসবে না। স্বাধীনতার পর আমাদের সমসাময়িক অনেক দেশ যেমন— কোরিয়া ও সিঙ্গাপুর উন্নত দেশের কাতারে পৌঁছে গেছে, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে আছি। আমাদের ভুলের সুযোগ খুব কম, সামান্য ভুল হলেই বড় অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে।

প্রফেসর ডা. আখতারুজ্জামানের সভাপতিত্বে ও মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়ার উপপরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. তানভীরুজ্জামানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ডা. নজরুল ইসলাম, ডা. সৈয়দ মাহমুদ হাসান, ডা. রায়হান, ডা. মাহমুদুল হাসান, এ বি এম জর্জেসুর রহমান, মো. কামরুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম প্রমুখ।

এদিকে শনিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে তিনি চন্ডিপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে সিলেট প্রেসক্লাবের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে নগরীর ৬নং ওয়ার্ডে মহিলা সমাবেশে অংশ নেন। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাতে নগরীর ১৮নং ওয়ার্ডের ঝেরঝেরিপাড়ায় ইমাম-মুয়াজ্জিন, মাদরাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে টুকেরবাজারস্থ তেমুখীতে কিরাত সম্মেলনে যোগদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff