সর্বশেষ :
১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারের আহ্বান খন্দকার মুক্তাদিরের একের পর এক টার্গেট কিলিংয়ে উদ্বেগ শুনেছি হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে: মির্জা আব্বাস ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বাতিল ও ছাত্রদল নেতা লিটনের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজপথে বিএনপি ওসমানীনগরে সিএনজি চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, তদন্তে পুলিশ ডেভিল হান্ট ফেজ–২: সুনামগঞ্জে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার রেমা কালেঙ্গায় বনদস্যুদের তাণ্ডব, গোলাগুলির ঘটনায় মামলা, আসামি ৫০ জন শহিদ বুদ্ধিজীবী দিবস আজ ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী ধরা পড়ল জকিগঞ্জে ওসমান হাদী গুলিবিদ্ধ: সিলেট বিভাগের সীমান্তজুড়ে বিজিবির হাই অ্যালার্ট

কার সঙ্গে ছুটি কাটাতে গেলেন রাকুল

কার সঙ্গে ছুটি কাটাতে গেলেন রাকুল

অভিনেত্রী রাকুল প্রীত সিং। ছবি: সংগৃহীত

একুশে বিনোদন
মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বলিউড তারকা রাকুল প্রীত সিং। স্বামী জ্যাকি ভগনানি ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে দ্বীপদেশে সময় কাটাচ্ছেন তিনি। আর সেখানকার রোদ-সমুদ্র-আকাশের রঙে ভরা মুহূর্তগুলো একের পর এক শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে তার ভোকেশন ডায়েরি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

অভিনেত্রী রাকুল প্রীত সিং। ছবি: সংগৃহীত

সপ্তাহের শুরুতে ওভারওয়াটার ভিলার দৃশ্যের ঝলক দেখানোর পর রাকুল এবার প্রকাশ করেছেন আরও একগুচ্ছ ছবি। যেখানে ভ্রমণ ও ফ্যাশনের চমৎকার সমন্বয় দেখা গেছে। উজ্জ্বল রঙ, আরামদায়ক পোশাক ও বিচ-ফ্রেন্ডলি অ্যাকসেসরিজে সাজিয়ে তুলেছেন নিজের ছুটির স্টাইল।

অভিনেত্রী রাকুল প্রীত সিং। ছবি: সংগৃহীত

নজর কাড়ার মতো একটি লুকে তাকে দেখা যায় নীল-অলিভ টোনের ট্রপিক্যাল-প্রিন্ট মনোকিনিতে, যার সঙ্গে ছিল একটি ছোট স্কার্ট। ডার্ক সানগ্লাস ও মিলিয়ে পরা চুড়ি পুরো লুকটিকে দিয়েছে বাড়তি গ্ল্যামার। আরেকটি ছবিতে তিনি হাজির হন ফুলেল ব্যান্ডিউ টপ ও সারং-স্টাইলের স্কার্টে, সঙ্গে প্রশস্ত স্ট্র হ্যাট, যা ছুটির মুডকে আরও বাড়িয়ে তোলে।

অভিনেত্রী রাকুল প্রীত সিং। ছবি: সংগৃহীত

এ ছাড়া হালকা নীল-সাদা পিনস্ট্রাইপড কো-অর্ড সেটে ক্রিস্টাল-স্বচ্ছ পানির ভেতর হাঁটার মুহূর্তও শেয়ার করেছেন অভিনেত্রী। ছুটি উপভোগের পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন রাকুল প্রীত সিং।

অভিনেত্রী রাকুল প্রীত সিং। ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘দে দে প্যার দে-২’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সামনে রয়েছে ‘পতি পত্নী অউর ওহ-২’, যেখানে আয়ুষ্মান খুরানা, সারা আলী খান ও ওয়ামিকা গাব্বির সঙ্গে দেখা যাবে তাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff