রাজপথ কাঁপালেন অ্যাডভোকেট জামান

রাজপথ কাঁপালেন অ্যাডভোকেট জামান

নিজস্ব প্রতিবেদক │
‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং পিআর নয়, এফপিটিপি (FPTP) ভোট পদ্ধতি গ্রহণের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে সিলেটে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর টিলাগড় পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি মিরাবাজার, নাইওরপুর, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার ও লামাবাজার প্রদক্ষিণ করে পুনরায় টিলাগড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

এই বর্ণাঢ্য মিছিলে সহস্রাধিক মোটরসাইকেল অংশ নেয়, যা সিলেটের রাজপথে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সারি সারি মোটরসাইকেল ও নেতাকর্মীদের স্লোগানে পুরো নগরী মুখরিত হয়ে ওঠে “ধানের শীষ, ধানের শীষ” ধ্বনিতে।

‎শোভাযাত্রার নেতৃত্ব দেন সিলেট-৪ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী, দলের সাবেক কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান।

‎প্রচার মিছিল শেষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা আবু ইয়ামিন চৌধুরী, পরিচালনা করেন আছনাত উদ্দিন জাহিন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সামসুজ্জামান জামান বলেন,

“এদেশের সাধারণ মানুষ এখনো পিআর পদ্ধতি ভালোভাবে বোঝে না। তাই সরাসরি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভোটের পুরনো পদ্ধতি— অর্থাৎ ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট (FPTP)’— বাস্তবায়নে জনগণকে সচেতন করতেই এই প্রচার মিছিল।”

‎তিনি আরও বলেন,
“‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ একটি একক বিজয়ী ভোটদান ব্যবস্থা, যেখানে ভোটাররা একজন প্রার্থীকে ভোট দেন এবং সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীই নির্বাচিত হন।”

‎দলের প্রতি নিজের আনুগত্যের কথা উল্লেখ করে তিনি বলেন,

“আমরা অভিমানী হতে পারি, কিন্তু কখনো দলের সঙ্গে বেইমানি করিনি। বিএনপি যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ আমি সিলেট-৪ আসন দলকে বিজয় উপহার দেবো।”

বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনে ভূমিকা রাখা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করেন।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, “সামসুজ্জামান জামানের নেতৃত্বে সিলেটে জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন গতি এসেছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff