একুশে সিলেট ডেস্ক
এবার দাবি আদায়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বাড়িভাড়া, চিকিৎসা ভাতাও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি থেকে তারা এ হুশিয়ারি দেন।
বুধবার (১৫ অক্টোবর) তিন দফা দাবি আদায়ে দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। । এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিকাল ৫ টার কিছু সময় আগে এমপিওভুক্ত শিক্ষকরা আজকের মধ্যে তাদের যৌক্তিক দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে বৃহস্পতিবা) দুপুর ১২টায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের মাধ্যমে যমুনা ঘেরাও করার আলটিমেটাম দিয়েছেন। একই সঙ্গে দাবি না মানলে দাখিল পরীক্ষাসহ সব পরীক্ষা ও ক্লাস বন্ধ রাখার ঘোষণাও দেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ মোড়ে এই ঘোষণা দেন। এরপর আন্দোলনরত শিক্ষকরা শাহবাগ ছেড়ে যান।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। সরকার তাদের দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।
Leave a Reply