কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় মাদকের ভয়াবহ ছোবলে নষ্ট হচ্ছে তরুণ প্রজন্ম। হাতের নাগালে সহজলভ্য মাদকের প্রভাবে প্রতিদিনই বাড়ছে পরিবারে অশান্তি, কলহ ও সহিংসতা।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এমনই এক মাদকাসক্তের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে বোন । আটক যুবক ভোলাগঞ্জ আদর্শ গ্রামের বাসিন্দা বাবুল মিয়া (পিতা মৃত লিলু মিয়া)।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ, পিপিএম জানান— বোন নিজ হাতে থানায় এনে ভাইকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাবুল মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অন্যদিকে একইদিন সন্ধ্যায় শাহআরেফিন টিলার টহল পোস্ট এলাকায় পুলিশের পৃথক অভিযানে অবৈধ পাথরবোঝাই ট্রলি আটকসহ মেহেদী হাসান তাসলিম (পিতা তাজু মিয়া, গ্রাম নোয়াগাঁও) নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তাসলিমের বিরুদ্ধে অবৈধ পাথর চুরি, নোয়াগাঁও পুলিশ চেকপোস্টে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সচেতন মহল বলছে, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পাথর ব্যবসা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখলে এই ধরণের অপরাধ অনেকাংশে হ্রাস পাবে।
Leave a Reply