সর্বশেষ :
ফিলিস্তিন রক্ষায় বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে : জৈন্তাপুরে অ্যাড. জামান

ফিলিস্তিন রক্ষায় বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে : জৈন্তাপুরে অ্যাড. জামান

একুশে সিলেট ডেস্ক
সিলেটের জৈন্তাপুরে দারুল হাদিস মদিনাতুল উলুম খরিলহাট মাদরাসা মসজিদে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বাদ জোহর এই মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম একেএম তারেক কালাম এবং যুবনেতা রুমেল হামিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও, জৈন্তাপুর উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ অসুস্থ তানভীর আহমদ শাহিনের দ্রুত সুস্থতা এবং ফিলিস্তিনের মজলুম মানুষের মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

মিলাদ মাহফিল পূর্ব বক্তব্যে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকার মানুষের সাথে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এই জনপদের অসহায়, নির্যাতিত মানুষের কল্যাণে আমি দীর্ঘ ৩৬ বছর ধরে কাজ করে আসছি। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া।’

ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাডভোকেট জামান বলেন, ‘ফিলিস্তিনে আজকে যে শিশু হত্যা ও নারী হত্যা চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এই গণহত্যার মদদদাতাদের জবাবদিহিতার আওতায় আনার জন্য আমি জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি গাজাগামী সুমুদ ফ্লোটিলায় শহিদুল আলমের অপহরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এর মাধ্যমে আমাদের পুরো জাতিকে অপমান করা হয়েছে। শহিদুল আলমকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাই।’

তিনি আরও যোগ করেন, ‘ফিলিস্তিনের শিশু-নারী-বৃদ্ধদের ওপর কয়েক দশক ধরে চালানো হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। এজন্য বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দারুল হাদিস মদিনাতুল উলুম খরিলহাট মাদরাসার মোহতামিম মাওলানা আবু হানিফ। মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মাদরাসার ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে দেড় হাজার মানুষের মাঝে শিরনী বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff