নিজস্ব প্রতিবেদক
সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারীকে আটক করেছে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ।
জানা গেছে, সোমবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই দিদারুল আলম খান এর নেতৃত্বে পুলিশের একটি টিম ৭নং নন্দীরগাঁও ইউনিয়নের মিত্রিমহল-বহর এলাকার বহরঘাটা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে।
অভিযানে শিবেরবাজার থেকে আগত একটি ছোট টাটা পিকআপে তল্লাশি চালিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে— ফেনসিডিল: ৬৩ বোতল, হুইস্কি ৩৮ বোতল, ভদকা ১৬ বোতল।
এসময় ঘটনাস্থল থেকে কোম্পানীগঞ্জ থানার পূর্ব বর্ণী গ্রামের মৃত আম্বর আলী ছেলে আজাদ মিয়া (৩৬)কে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআই দিদারুল আলম খান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply