নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জের হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির তিন ছাত্রকে ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার ও টিকটক ভিডিও ধারণের দায়ে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিকের স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— নবম শ্রেণির ছাত্র সর্দারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল রকিব (রোল নং-১০১), শেরপুর গ্রামের মো. আমির খানের ছেলে নাঈম খান (রোল নং-৭৬) এবং বড় শাখোয়া গ্রামের কাওসার মিয়ার ছেলে ইমান মিয়া (রোল নং-৬৪)।
বিদ্যালয় সূত্রে জানা যায়, নিষেধ থাকা সত্ত্বেও উক্ত তিন শিক্ষার্থী ক্লাসরুমে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে এবং পাঠ চলাকালীন সময়ে ভিডিও ধারণ করে তা টিকটকে প্রকাশ করে। এ ঘটনায় বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় শিক্ষক পরিষদের জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও মোবাইল ফোন বাজেয়াপ্তের সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক বলেন, “ওই তিন শিক্ষার্থীকে এর আগেও একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। সতর্কতা উপেক্ষা করায় বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মোবাইল ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
Leave a Reply